loader
Top-header/

টাঙ্গাইলে বাংলাদেশ ডক্টরস' ফাউন্ডেশন (বিডিএফ) এর আলোচনা সভা

14 Oct 2023
বাংলাদেশ ডক্টরস' ফাউন্ডেশন (বিডিএফ) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ডাঃ শাহেদ রফি পাভেল এবং সদস্য সচিব অধ্যাপক ডাঃ তাজিন আফরোজ শাহ এর টাঙ্গাইলে আগমন উপলক্ষ্যে টাঙ্গাইলের বিশিষ্ট ডাক্তারবৃন্দের উপস্থিতিতে বাংলাদেশ ডক্টরস' ফাউন্ডেশন (বিডিএফ), টাঙ্গাইল জেলা শাখার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) টাঙ্গাইল শর্মা হাউজে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ মোঃ নুরুল আমিন মিয়া, প্রিন্সিপাল, শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন ডাঃ কামরুল ইসলাম খান ইউসুফজাই, সভাপতি,স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), টাঙ্গাইল জেলা, ডাঃ শফিকুর রহমান খান লিটন, সাধারণ সম্পাদক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), টাঙ্গাইল জেলা, ডাঃ মিনহাজ উদ্দিন মিয়া, সিভিল সার্জন, টাঙ্গাইল জেলা, ডাঃ খন্দকার সাদিকুর রহমান, উপ-তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, টাঙ্গাইল।
বাংলাদেশ ডক্টরস' ফাউন্ডেশন(বিডিএফ), টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডাঃ ফরিদ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আমিনুর রহমান মিলটনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাঃ মোখলেসুর রহমান, ডাঃ নাজমা খলিল, ডাঃ রেহানা পারভীন,ডাঃ মোশাররফ হোসেন, ডাঃ মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ডাঃ সৈয়দ মনিরুল ইসলাম বিপ্লব, ডাঃ এস এম নাজমুল, ডাঃ ওয়ালিদ খান সাগর, ডাঃ নুজহাত তাবাসসুম শান্তা, ডাঃ আফরিনা আক্তার, ডাঃ সাজিয়া আফরিন, ডাঃ নাঈমুর  রহমান দুর্জয়, ডাঃ শফিকুল ইসলাম সজিব, ডাঃ অনুজিৎ সাহা, ডাঃ দেবব্রত দাস সজিব, ডাঃ সজীব হাসান‌, ডাঃ সৈয়দ রাকিবসহ অন্যান্য গণ্যমান্য ডাক্তারগণ।
আলোচনা সভার পাশাপাশি অতিথিদের ফুল দিয়ে বরণ ও ব্যাচ পরিধান, কেক কাটা, মধ্যাহ্ন ভোজ এবং রেফেল ড্র অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আমিনুর রহমান মিলটন কেন্দ্র থেকে আগত নেতৃবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ টাঙ্গাইলের বিভিন্ন জায়গা থেকে আগত চিকিৎসকবৃন্দ এবং শেখ হাসিনা মেডিকেল কলেজ থেকে আগত সকলের সঙ্গে রেনাটা লিমিটেড বাংলাদেশকে বাংলাদেশ ডক্টরস' ফাউন্ডেশন (বিডিএফ), টাঙ্গাইল জেলার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Powered by Froala Editor

News-Details-Right-square-ad-1/

Latest Blogs

Professional Certification Courses on Health Sector Management

Professional certification courses on health sector management are arranged by Bangladesh Doctors' Foundation in collaboration...

চিকিৎসকদের নিয়ে লিডারশীপ এক্সেলেন্সী কর্মশালা

১৭ সেপ্টেম্বর, ২০২২ রাজধানীর বুয়েট গ্রাজুয়েট ক্লাবে দিনব্যাপী চিকিৎসকদের নিয়ে দেশে সর্বপ্রথম বারের মতো লিডারশীপ এক্সেলেন্সি...